Home / জাতীয় / রাজনীতি / জামায়াত আর আলেম কখনও এক হতে পারে না : ইফা ডিজি
জামায়াত আর আলেম কখনও এক হতে পারে না : ইফা ডিজি
ফাইল ছবি

জামায়াত আর আলেম কখনও এক হতে পারে না : ইফা ডিজি

‎Tuesday, ‎28 ‎July, ‎2015  3:25:09 AM

চাঁদপুর টাইমস ডেস্ক:

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, ‘জামায়াত আর আলেম কখনও এক হতে পারে না। সত্যিকারের আলেম তারাই যারা জামায়াত ইসলামের সমর্থক নয়। জামায়াত ইসলাম সবসময় আলেম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ১৯৭১ সালে জামায়াত ইসলাম স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যারা স্বাধীনতাবিরোধী তাদের পক্ষে আলেম সমাজ থাকতে পারে না।’

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা কার্যালয়ের মাধ্যমে দাওয়াতভিত্তিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে নড়াইল, মাগুরা, যশোর, রাজবাড়ী জেলায় আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক এসব কথা বলেন।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, জামায়াত-শিবির বাংলাদেশকে একটি সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র বানিয়ে ইসলামের মর্যাদা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে রয়েছে। ইসলামের চরম শক্র মওদুদি দর্শনের হীন রাজনীতির কবল থেকে দেশকে মুক্ত করতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেনও বক্তব্য রাখেন।

পিস টিভি দেখা বেদাত : ইফা ডিজি শামিম আফজাল (নিউজটি পড়তে ক্লিক করুন)