Home / আন্তর্জাতিক / জাতিসংঘ মহাসচিব বাংলাদেশকে অভিনন্দন জানালেন
UNO United-Nation Organization - Jati Songo

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশকে অভিনন্দন জানালেন

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় এক ভিডিও বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার ৪ মার্চ তার ফেসবুক পেজে ভিডিও বার্তাটি পোস্ট করেন। জাতিসংঘ মহাসচিব ভিডিও বার্তাটি ইংরেজি ভাষায় দিলেও নিচ দিয়ে বাংলা সাব টাইটেল করা।

জাতিসংঘের মহাসচিব বলেন,‘বাংলাদেশ পৃথিবীর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমি খুবই আনন্দিত। এই উত্তরণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, দেশটি লাখো-কোটি মানুষের দারিদ্র্য ও ক্ষুধামুক্তির অঙ্গীকারসহ অন্তর্ভুক্তিমূলক এবং ক্রমবর্ধনশীল অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।’

তিনি বলেন,‘নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ প্রসারের ক্ষেত্রে সাফল্যের জন্যও আমি বাংলাদেশকে সাধুবাদ জানাই। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ বাংলাদেশের জন্য একটি মাইলফলক। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের জন্য দূরদর্শিতা,দৃঢ় জাতীয় নেতৃত্ব ও বিচক্ষণ নীতি ও কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উত্তরণের এই জায়গায় জাতিসংঘের সহায়তা বজায় থাকবে।’

আন্তর্জাতিক ডেস্ক, ৪ মার্চ ২০২১
এজি