Home / আন্তর্জাতিক / জাতিসংঘের ৭৬তম অধিবেশন নিয়ে সংশয়
UNO United-Nation Organization - Jati Songo

জাতিসংঘের ৭৬তম অধিবেশন নিয়ে সংশয়

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে এই অধিবেশন আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা। বিশ্ব নেতাদের বৃহত্তম এই আয়োজনটি এবার ভার্চুয়ালি নাকি সরাসরি অনুষ্ঠিত হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ কর্তৃপক্ষ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ব্রেনডেন ভার্মা এক ই-মেইল বার্তায় জানান, এখনও এ অধিবেশন নিয়ে সংশয় রয়েছে। কারণ আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো থেকে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো ম্যান্ডেট পাইনি। আমাদের অফিস যথাসম্ভব আগামী এপ্রিল থেকে এ নিয়ে কাজ করবে।

করোনাভাইরাসের কারণে এবার জাতিসংঘ অধিবেশন নিয়ে এই সংশয়।

সাধারণত প্রতিটি দেশের স্থায়ী মিশনকে জাতিসংঘ মার্চ-এপ্রিল মাসের মধ্যে বার্ষিক অধিবেশন সম্পর্কে লিখিতভাবে বিস্তারিত তথ্য জানায়। কিন্তু জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কর্তপক্ষের সঙ্গে কথা হলে তারা জানান, আগামী সাধারণ অধিবেশন নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে আমরা এখানও হালনাগাদ কোনো তথ্য পাইনি

বার্তাকক্ষ, ২৮ মার্চ ,২০২১;