Home / ইসলাম / জর্ডানে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গাজী আবদুল্লাহ
জর্ডানে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গাজী আবদুল্লাহ

জর্ডানে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গাজী আবদুল্লাহ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের লক্ষ্যে বাছাই পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছে মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র হাফেজ গাজী আবদুল্লাহ। মঙ্গলবার (০৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় গাজী আবদুল্লাহ নির্বাচিত হয়।

হাফেজ গাজী আবদুল্লাহ গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৩ দেশের প্রতিনিধিদের সঙ্গে অংশগ্রহণ করে বিজয় লাভ করে। শেখ আহমাদ বিন রাশেধ আল মাখতুম-এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করে।

হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ গাজী আবদুল্লাহ।

জর্ডানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য লাভে হাফেজ গাজী আবদুল্লাহর প্রতি শুভ কামনা।

-সোনালীনিউজ

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ এ.এম ৭মার্চ,২০১৮ বুধবার
এএস.