Home / লাইফস্টাইল / আব্বাসউদ্দীন আহমদ এর ১২১ তম জন্মবার্ষিকী
জন্মবার্ষিকী

আব্বাসউদ্দীন আহমদ এর ১২১ তম জন্মবার্ষিকী

আব্বাসউদ্দীন আহমদ ২৭ অক্টোবর ১৯০১ জন্মগ্রহণ করেন। একজন বাঙালি লোক সঙ্গীতশিল্লী,সঙ্গীত পরিচালক ও সুরকার। আব্বাসউদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

আব্বাস উদ্দীন আহমদের পিতা জাফর আলী আহমদ ছিলেন তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল। মাতা হিরামন নেসা। শৈশবে বলরামপুর স্কুলে আব্বাসউদ্দীনের শিক্ষা জীবন শুরু হয়। ১৯১৯ সালে তুফানগঞ্জ স্কুল থেকে তিনি প্রবেশিকা এবং ১৯২১ সালে কুচবিহার কলেজ থেকে আই.এপাস করেন।

এখান থেকে বি.এ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। তার বড় ছেলে ড.মোস্তফা কামাল বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন বিচারপতি ছিলেন। মেজো ছেলে মুস্তাফা জামান আব্বাসী ও একমাত্র মেয়ে ফেরদৌসী রহমান কণ্ঠশিল্পী।

তিনি তৎকালীন সময়ে কাজী নজরুল ইসলামের সমসাময়িক ছিলেন। ইসলামীগান ও গজল লিখতে অনুগ্রেরণা জোগাতেন। বিশেষকরে ‘ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন ’-গজলটি তার অনুপ্রেরণাই কাজী নজরুল ইসলাম লিখেন। তিনিই সর দেন ও রেকর্ড করেন।

সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স (১৯৬০), শিল্পকলা একাডেমি পুরস্কার (১৯৭৯) এবং স্বাধীনতা পুরস্কারে (১৯৮১) ভূষিত হন। ৩০ ডিসেম্বর ১৯৫৯ সালে মৃতুবরণ করেন ।

আবদুল গনি
২৭ অক্টোবর ২০২২