মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরে ২০ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে পৌর অডিটোরিয়ামে মেয়র আলহাজ মো. রফিকুল আলম জর্জ বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১২ লাখ ২৫ হাজার টাকা।
উন্নয়ন সহায়তা প্রাপ্তি (বিভিন্ন প্রকল্পসহ) থেকে আয় ১৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা, এ খাতে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে মূলধনী আয় ১২ লাখ ৫০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৫০ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হাজি রুহুল আমিন মোল্লা, পৌর সচিব শাহ সুফিয়ান, সহকারী প্রকৌশলী আবুল আনসারী, প্রধান সহকারী মোহাম্মদ হোসেন নিপু, হিসাবরক্ষক সোহরাব হোসেন, প্যানেল মেয়র মিল্লাতুন নেছা মিলি, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোবারক হোসেন মুফতি প্রমুখ।
সিনিয়র করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur