Home / চাঁদপুর / চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীসেবায় প্রশাসন তৎপর থাকবে
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীসেবায় প্রশাসন তৎপর থাকবে

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীসেবায় প্রশাসন তৎপর থাকবে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘চাঁদপুর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নৌ-বন্দর। চাঁদপুর জেলার সাথে পাশ্ববর্তি প্রায় ৮/১০ জেলার লঞ্চ চলাচল রয়েছে। এ লঞ্চঘাটে যাত্রীদের আনাগোনা বেশি থাকবে। তাই নৌ-লঞ্চ টার্মিনালে যাত্রীদের সেবা নিশ্চিত করণে প্রশাসনের তৎপর থাকতে হবে।’

তিনি আরো বলেন, শহরের কোথাও উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো যাবেনা। ঈদের আগে ও পরে যানজট নিরসনে সকলের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

সভার শুরুতেই বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবনা জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।

এসময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. প্রদিপ কুমার দত্ত, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকতারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply