Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ‘ছাত্রদলের কার্যক্রম গতিশীল’ করতে সাংগঠনিক টিম গঠন
ছাত্রদলের কার্যক্রম

কচুয়ায় ‘ছাত্রদলের কার্যক্রম গতিশীল’ করতে সাংগঠনিক টিম গঠন

কৌশলী পন্থায় এগোচ্ছে কচুয়া উপজেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি। নব গঠিত উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষনার পর দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রদলের সুনাম ও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্তিত করতে প্রতিটি ইউনিয়ন ও কলেজ শাখা কমিটি গঠনে ৫/৭ সদস্য বিশিষ্ট টিম লিডার তৈরি করে খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে।

২০ জানুয়ারি বুধবার কচুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব মো: মোশাররফ হোসেন রুবেল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : কচুয়ায় ছাত্রদলের আহবায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সাংগঠনিক টিমের মধ্যে ১নং সাচার ইউনিয়নে কামরুজ্জামান কামরুল,পাথৈর ইউনিয়নে মোস্তফা কামাল প্রধান,৩নং বিতারা ইউনিয়নে আছমা সিকদার নিপা ও মোস্তফা কামাল কিরণ,,৪নং পালাখাল মডেল ইউনিয়নে অলি উল্যাহ সরকার তৌহিদ,৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সাইফুল ইসলাম সোহেল,কচুয়া উত্তর ইউনিয়নে ইঞ্জি. বিল্লাল হোসেন,কচুয়া সদর ইউনিয়নে শরীফ আহমেদ,কাদলা ইউনিয়নে রায়হান হোসেন মামুন,৯নং কড়ইয়া ইউনিয়নে মোশারফ হোসেন রুবেল,১০নং গোহট উত্তর ইউনিয়নে মাসুদুল হাসান মাসুদ,১১নং গোহট দক্ষিনে মোশাররফ হোসেন রুবেল,১২নং আশ্রাফপুর ইউনিয়নে ওয়াসিম মিয়াকে সাংগঠনিক টিমের প্রধান করা হয়। এছাড়া চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শরীফ আহমেদ,সাচার ডিগ্রি কলেজ আমিনুল ইসলাম আমিন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মোস্তফা কামাল কিরণ,রহিমানগর ডিগ্রি কলেজ মোশাররফ হোসেন রুবেল,নুরুল আজাদ কলেজ মেহেদী হাসান জনি,নিন্দপুর কলেজ আমিন উদ্দিন পাঠানকে সাংগঠনিক টিম লিডার করা হয়।

কচুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব মো: মোশাররফ হোসেন রুবেল জানান, কচুয়ায় দীর্ঘদিন জিমিয়ে থাকা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কচুয়ায় গনমানুষের নেতা আলাহাজ্ব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী ও জেলা ছাত্রদলের নির্দেশে আমরা মাঠে নেমেছি। সেই লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও কলেজ শাখায় ছাত্রদলের ত্যাগী ও পরিক্ষীত পরিশ্রমী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে।

কচুয়া করেসপন্ডেন্ট, ২০ জানুয়ারি ২০২১