Home / সারাদেশ / চৌদ্দগ্রামে এলপি গ্যাস কারাখানায় আগুন : দগ্ধ ৬
চৌদ্দগ্রামে এলপি গ্যাস কারাখানায় আগুন : দগ্ধ ৬

চৌদ্দগ্রামে এলপি গ্যাস কারাখানায় আগুন : দগ্ধ ৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিভার্সাল এলপি গ্যাস কারাখানায় সিলিন্ডারে গ্যাস ভর্তি করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগিকান্ডে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে কারাখানায় শতাধিক এলপি গ্যাসের বোতল পুড়ে যাওয়াসহ আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে। ফেনী ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কারাখানায় সিলিন্ডারে গ্যাস ভর্তি করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফ্যাক্টরীতে থাকা শতাধিক এলপি গ্যাসের বোতলসহ অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।

এতে কারাখানার শ্রমিক নোয়াখালীর চাটখিলের আবু তরফের ছেলে মানিক (৩৫), হেদায়েত উল্যাহর ছেলে হারুন (২৫), ফেনীর সোনাগাজীর আহমদপুর গ্রামের মাহবুল হকের ছেলে ইমরান (২২), সদর উপজেলার লেমুয়ার নাছির উদ্দিনের ছেলে শরীফ (২৩), মতিয়াগঞ্জ এলাকার ননী গোপালের ছেলে হিমাংশু (৫০), ফাজিলপুর এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৩) দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফ্যাক্টরীর সাথে থাকা ফিলিং স্টেশনের কর্মচারী ও আশপাশের লোকজন গিয়ে দগ্ধদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ও ফেনী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় চারদিকের উৎসুক জনতা সেখানে ভীড় জমায়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ওমর ফারুক ভূঁইয়া জানান, আগুনের খবর পেয়ে ফেনী ও চৌদ্দগ্রাম থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্থ ইউনিভার্সাল এলপি গ্যাস কারাখানার ম্যানেজার আনিসুল হক শামীম অগ্নিকান্ডের সত্যতা স্বাকীর করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে রাজি হননি। এছাড়া আগুনে কেউ দগ্ধ হয়নি বলে দাবি করেন।

কুমিল্লা করেসপন্ডেন্ট।। আপডেট : ১১:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ