Home / সারাদেশ / চিরকুট লিখে রাস্তায় ফেলে গেলেন ৫ কোটি টাকা দামের গাড়ি!

চিরকুট লিখে রাস্তায় ফেলে গেলেন ৫ কোটি টাকা দামের গাড়ি!

রাজধানীর গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে গাড়িটিতে কোন নম্বর প্লেট ছিলনা।

বৃহস্পতিবার (৫ জুলাই) গুলশান-১-এর ১১২ নম্বর রোড থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এসময় গাড়িতে একটি চিরকুট পাওয়া গেছে।

টয়োটা ল্যান্ড ক্রুজার ভি-৮, ৪৬০৮-সিসি, ২০১৩ মডেলের শুল্ক করসহ এ গাড়িটির দাম ৫কোট বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

কে বা কারা গাড়িটি ফেলে গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গাড়িটির ভিতরে চিরকুটে লিখা ছিল-
‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল।’

‘আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি’।

Leave a Reply