Home / চাঁদপুর / চাঁদপুরে জেলি মিশ্রিত ৩৫ মণ চিংড়ি জব্দ
চিংড়ি

চাঁদপুরে জেলি মিশ্রিত ৩৫ মণ চিংড়ি জব্দ

চাঁদপুরে ক্ষতিকর জেলি মিশ্রিত বিপুল পরিমাণ চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার ভোরে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককসিট ভর্তি ৩৫ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সাদিক হোসেন বলেন, চিংড়িগুলো খুলনা থেকে চাঁদপুর হয়ে চট্টগ্রাম পাচার করা হচ্ছিল। আমরা খবর পেয়ে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালাই। এ সময় নদীর পাড়ে পরিত্যাক্ত অবস্থায় চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।

তিনি বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চিংড়ি চালানের সাথে জড়িতরা পালিয়ে যায়। এই চক্রের সাথে জড়িত চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার দুপুরে জব্দকৃত এসব চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, অধিক মুনাফার লোভে অসাধুচক্র চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশায়। জেলি মিশ্রিত এসব চিংড়ি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৎস্য বিভাগ এসব চক্রকে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।

বার্তাকক্ষ, ১২ জুলাই, ২০২১;