Home / চাঁদপুর / চাঁদপুরে লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি রোধে চালকদের পোশাক নির্ধারন
চালকদের পোশাক নির্ধারন, চালকদের পোশাক

চাঁদপুরে লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি রোধে চালকদের পোশাক নির্ধারন

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি রোধ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে চালকদের নির্ধারিত পোশাক বিতরণ করা হয়েছে।

১৬ জানুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাটে জেলা সিএনজি চালিত অটোরিক্সা পরিবহন মালিক/শ্রমিক ঐক্য ইউনিয়ন চাঁদপুর সদর উপজেলার আয়োজনে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দীন।

আরও পড়ুন…চাঁদপুর লঞ্চঘাটের পল্টুনে হকার মুক্ত করল পুলিশ

তিনি বলেন, আজ চালকদের মাঝে পোশাক বিতরণ করা হচ্ছে। যাত্রীরা পোষাক দেখলে বুঝবে আপনি চালক। আপনারা কোনো অপরাধ করলে বুঝবে আপনি চালক। আপনাদের রুজি হলো হালাল রুজি। বাংলাদেশের অর্থনৈতিক উপার্জনের হাতিয়ার শ্রমিক। আমার ইচ্ছা আপনাদের উন্নতী হোক। কোট যে মুখিক আদেশ দিয়েছে আমরা চাই তা বাস্তবায়ন করা হোক। আপনারা পোষাক পরে গাড়ি চালাবেন।

শুরুতে কোরআন তেলোয়াত ও সভাপতির বক্তব্য রাখেন কাজী শাহরিয়ার ওমর ফারুক। লঞ্চঘাট কমিটির আহ্বায়ক আরিফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশীদ, নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জহিরুল হক, উপদেষ্টা বিপ্লব সরকার, মালিক সমিতির কার্যকরী সভাপতি লিটন মোল্লা, সাধারন সম্পাদক হাবিবুর রহমান সুমন, শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সফিক গাজী প্রমুখ।

উল্লখ্য,৬শ’চালকের নির্ধারিত পোশাক বিতরণ করা। আজ প্রথম ধাপে ২শ’চালকদের মাঝে পোশাক দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী ৪শ’ চালককে পোশাক দেয়া হবে। পোশাক বিতরণে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানা।

স্টাফ করেসপন্ডেট,১৬ জানুয়ারি ২০২১