Home / চাঁদপুর / চাঁদপুর লঞ্চঘাটের পল্টুনে হকার মুক্ত করল পুলিশ
চাঁদপুর লঞ্চঘাটের
dav

চাঁদপুর লঞ্চঘাটের পল্টুনে হকার মুক্ত করল পুলিশ

চাঁদপুরের লঞ্চঘাটের পল্টুনে অবস্থানরত বিভিন্ন ভ্রাম্যমান দোকান ও হকারমুক্ত করলো চাঁদপুর মডেল থানা পুলিশ।
১৬ জানুয়ারি শনিবার দুপুরে পূর্বে দেওয়া লঞ্চঘাটের পল্টুনে ভ্রাম্যমাণ দোকানপাট সড়ানোর আল্টিমেটাম অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।

চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

গত ১০ জানুয়ারি চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রী হয়রানি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে মডেল থানা পুলিশের গনসচেতনতা মূলক অভিযান পরিচালিত হয়েছে।

আদালতের নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, পরিদর্শক তদন্ত হারুনুর রশীদ,সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ লঞ্চঘাট পরিদর্শন করেন এবং লঞ্চঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করেন।

এসময় লঞ্চঘাটে যাত্রী হয়রানি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কিছু আল্টিমেটাম প্রদান করা হয়

ইজারাদার তাহার সংশ্লিষ্ট শ্রমিকদেরকে (ভারবাহী কুলি) নির্ধারিত ড্রেস পরিধান এবং অতিরিক্ত টোল যেন আদায় না হয় সে ব্যাপারে নির্দেশ প্রদান করেন।

লঞ্চঘাটের পল্টনের মধ্যে কোন প্রকার হকার/দোকান থাকবে না।

সিএনজি চালক গন নির্ধারিত ড্রেসের গাড়ি পরিচালনা করবেন এবং কোন অবস্থাতেই যাত্রী হয়রানি করবেন না।
সিএনজি গাড়ির জন্য লগবুক/ রেজিস্টার এর ব্যবস্থা করিতে হইবে।

সিএনজি ড্রাইভার লাইসেন্স/ এনআইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে।

এসময় আগামি ১৫ জানুয়ারির মধ্যে সকল নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, লঞ্চঘাট ও পল্টুনে যাত্রী চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে পল্টুনে অবস্থানরত ভ্রাম্যমান দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ দোকানদার ও হকারদের সতর্ক করা হয়েছিলো।

স্টাফ করেসপন্ডেট,১৬ জানুয়ারি ২০২১