Home / খেলাধুলা / চার্টার্ড বিমানে রাতেই দেশে ফিরছেন টাইগাররা
রাতেই দেশে ফিরছেন টাইগাররা

চার্টার্ড বিমানে রাতেই দেশে ফিরছেন টাইগাররা

লম্বা বিমান ভ্রমণের ঝক্কি থেকে বাঁচতে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ‘মেঘদূত’-এ চেপে লাহোর যায় টাইগাররা। সেখানে বাংলাদেশ দলকে নামিয়ে ফাঁকা ফিরতে হয় এই উড়োজাহাজকে।

এরপর বিশেষ বিমানে করে মাহমুদুল্লাহ রিয়াদদের ফেরার কথা ছিল ২৮ জানুয়ারি। কিন্তু তারা ফিরছেন আজ (২৭ জানুয়ারি) গভীর রাতে।

বিসিবি পরিচালক আকরাম খান জানান, স্থানীয় সময় রাত ১১টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২টায় বিমানে করে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারা। ঢাকায় পৌঁছাতে রাত ৩টা বেজে যাবে।

প্রসঙ্গত, এতদিন লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে ছিল বাংলাদেশ দল। যেখানে এক কিলোমিটার থেকে নিরাপত্তাবলয় গড়ে তোলে পাকিস্তান।

প্রতিটি রুমের পাশেই বন্দুক নিয়ে পাহারায় ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন অভিজ্ঞতায় ক্রিকেটাররাও চাচ্ছেন যত দ্রুত বাড়ি ফেরা যায়। শেষমেশ সে পথেই হাঁটল বিসিবি।

বার্তা কক্ষ, ২৭ জানুয়ারি ২০২০