গোয়েন্দা অভিযানে চাঁদপুর শহরে মাদকসহ যুবক আটক

চাঁদপুর সরকারি কলেজের ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার (১৪ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. রথিন্দ্র নাথ মজুমদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওচমান গণি পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতীক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতায়োর রহমান, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার, কফিল উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হোসেন বাহারের পরিচালনায় রমজানের তাৎপর্য তুলে ধরেন সরকারি কলেজ জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা নিজামুল হক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আরবী বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মো. রুহুল আমিন।

]প্রতিবেদক- শরীফুল ইসলাম

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ১৪ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share