Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরের নিবার্হী কর্মকর্তার সাথে গ্রাম পুলিশদের মতবিনিময়
চাঁদপুর সদরের নিবার্হী কর্মকর্তার সাথে গ্রাম পুলিশদের মতবিনিময়

চাঁদপুর সদরের নিবার্হী কর্মকর্তার সাথে গ্রাম পুলিশদের মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা।

তিনি বলেন, ‘গ্রাম পুলিশ সবসময় আমাদের কাজে এগিয়ে এসেছে। আপনাদের যে সকল সমস্যা রয়েছে তা’অচিরেই সমাধান করা হবে। সরকার ভবিষ্যতে আপনাদের ভেতর বাড়াবে। আপনারা ইউনিয়ন পরিষদের কাজের পাশাপাশি গ্রামের মানুষের খোঁজ খবর নিবেন তাদের অবস্থা সর্ম্পকে জানবেন । কেউ মাদক,জঙ্গি, সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তাদের তথ্য দিবেন। বাল্যবিবাহ, ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গ্রহণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘এ সকল বিষয়ে সচেতন করতে হবে সাধারণ জনগণকে। সমাজ থেকে অপরাধ দূর করতে হলে গ্রাম পুলিশদের অবশ্যই তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়ন করতে হলে ইউনিয়ন থেকে সকল অপরাধ দূর করতে হবে। ইউনিয়ন ব্যবস্থাপনা বাস্তবায়নে আইন শৃঙখলা যথাযত ভাবে পালন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) অভিষেক দাস, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু,বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো.আবদুর রশিদ বেপারী,সহ-সভাপতি মাসুদ মজুমদার,যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম,বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলম দেওয়ান,বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি হাব্বি দেওয়ান,সাধারণ সম্পাদক আলমাছ গাজীসহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক : আনোয়ারুল হ্ক
আপডেট,বাংলাদেশ সময় ৮: ৩৫ পিএম,২৪ আগস্ট ২০১৭,বৃহস্পতিবার
এজি

Leave a Reply