বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে দেশব্যাপি বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপিও পালন করেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা বিএনপির কর্মসূচিকে পুলিশ বাহিনীকে দাবিয়ে রাখার চেষ্টায় মেতে উঠেছে। দেশবাসী জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান সরকার আবারো বিনাভোটের রাষ্ট্রক্ষমতায় আসার চেষ্টা করছে। এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক অথবা সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করবো। এই নির্বাচনকে বিএনপি সকল আসনে নির্বাচন করবে। আমরা নির্বাচনী কেন্দ্র ছেড়ে যাব না। যদি কেউ ভোটকেন্দ্রে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলো আমরা তাদের প্রতিহত করব।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলূ, সেলিমুস্ সালাম, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড ঃ জহির উদ্দিন বাবর, সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, শহর বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডঃ হরুনুর রশিদ, জেলা যুব দলের সাধারণ সম্পাাদক আফজাল হোসেন, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাাদক হাবিবুর রহমান ভুঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ৮:০৩ পিএম, ২ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ