চাঁদপুর শহরের রসুইঘর চাইনিজ এন্ড পার্টি সেন্টারের মোটর চুরির ঘটনায় আলী খান ও মোঃ সাজু খান নামে দু’জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের প্রতাপশাহ রোড এলাকার বস্তি থেকে তাদেরকে আটক করেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আওলাদ হোসেন।
জানাযায়, কয়েক দিন পূর্বে রসুইঘর রেষ্টুরেন্টের পানির মোটর চুরি হলে মালিক কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর মডেল থানায় মৌখিক অভিযোগ করেন। অভিযোগের আলোকে আওলাদ হোসেন সংগীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।
আটক সাজু খান মোটরটি চুরি করে নতুন বাজার পানির লাইনের স্টাফ হারুন রাজার ছেলে মোটর মেকার আলীর কাছে বিক্রি করেন বলে স্বীকার করে।
পুলিশ প্রথমে সাজুকে আটক করে তার দেয়া তথ্যমতে মোটর মেকার মোঃ আলীকে পরে আটক করেন।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, ‘গত ৩/৪ দিন আগে রসুইঘর রেষ্টুরেন্টের একটি পানি উঠানোর মোটর চুরি হয়ে যায়। তাদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ওই দু’জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur