চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে অটোবাইক থেকে ছিটকে আলু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আব্দুল করিম পাটওয়ারী সড়কের কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের প্রসন্ডপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী হালেমা বেগম (৪৮) । তার ৭ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, সকালে ওই নারী নিজ বাড়ী থেকে সদর উপজেলার তরপুরন্ডী গ্রামের ছেলে শ্বশুর বাড়ীতে যাচ্ছিলেন। যাওয়ার সময় দ্রুতগামী অটোবাইকের ঝাঁকুনিতে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটস্থালেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক মো. সুলতান, হেল্পার মামুন ও অটোবাইক চালক দাদন মাতাব্বরকে আটক করেছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি জানান, ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার এবং ট্রাক ও অটোবাইক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। হালিমা বেগমের স্বজনদের খবর দেয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দিনের বেলা শহরে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকলেও প্রায় সময় ট্রাফিক পুলিশের সামনে দিয়েই ট্রাক চলাচল করতে দেখা যায়।
সিনিয়র করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৩৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার
ডিএইচ