রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর ও রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের যৌথ উদ্যোগে রাজরাজেশ্বরে বন্যার্তদের মাঝে রোববার (৭ আগস্ট) সকালে ত্রাণসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ দু টি ক্লাবের সদস্যবৃন্দ রাজরাজেশ্বরের বন্যার্ত দু শতাধিক মানুষের হাতে এ ত্রাণসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন ২০১৫-১৬ রোটারী বর্ষের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি মনিরুল ইসলাম হিমেল ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো.জয়নাল আবেদীন ব্যাপারী, মো. সাইফুল ইসলাম স্মরণ, শামসুন্নাহার সুমী, রাজরাজেশ্বর মুজাফ্ফরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এএইচএম হাবিবুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর সরকার, ২০১৫-১৬ রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটার্যাক্টর পিপি এসএম ছফিউল্লাহ প্রমুখ।
রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটার্যাক্টর জিএম মনসুর আহমেদ, সহ-সভাপতি শাহরিয়ার খান শিশির, সচিব জয় ঘোষ, যুগ্ম সচিব চয়ন সাহা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রাজন সাহা, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস্ সুকান্ত সাহা প্রমুখ।
রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটার্যাক্টর মোঃ আবু সালেহ, সহ-সভাপতি রোটার্যাক্টর আরিফুল ইসলাম শান্ত, ভারপ্রাপ্ত সচিব সজিব আহমেদ, সদস্য ইমরান আহমদ, আশ্রাফুল ইসলাম রণি, দ্বীন মোহাম্মদ দিলরাজ, গাজী মোঃ মহিউদ্দিন রাব্বী ও মোঃ জাহিদুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি: আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ৮ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ