Home / চাঁদপুর / চাঁদপুর মহাসড়কেও নিষিদ্ধ হলো যন্ত্রদানব ট্রাক্টর ও ইজিবাইক
চাঁদপুর মহাসড়কেও নিষিদ্ধ হলো যন্ত্রদানব ট্রাক্টর ও ইজিবাইক

চাঁদপুর মহাসড়কেও নিষিদ্ধ হলো যন্ত্রদানব ট্রাক্টর ও ইজিবাইক

আশিক বিন রহিম, চাঁদপুর ।   আপডেট : ০৬:৫৬ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৫, বৃহস্পতিবার

 

ট্রাক্টর, এ যন্ত্র দানবটি চাঁদপুরবাসীর জন্যে যেনো এক অভিশাপ। মরণঘাতক এ সড়কযানটি গত ক’বছরে জেলায় বহু প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। বহু জীবনপ্রদীপ নির্মমভাবে নিভিয়ে দিয়েছে মুহূর্তেই।

মরণঘাতক এ ট্রাক্টর মহাসড়কে নিষিদ্ধের জন্যে জেলার সচেতনমহল উদগ্রীব ছিলো। সাধারণ মানুষের এই দাবিকে আমলে নিয়ে বেশ ক’বার মহাসড়কগুলোতে ট্রাক্টর চলাচলে শিথিলতা আনার নিয়ম হলেও তা খুব একটা বাস্তবায়ন হতে দেখা যায়নি।

নিয়মের ফাঁক গলে ট্রাক্টরগুলো দাপিয়ে বেড়িয়েছে মহাসড়কসহ শহরের অভ্যন্তরেও। এর বিনিময়ে একের পর এক নিরীহ পথচারীর প্রাণবলী হয়।

অবশেষে সড়কপথে মরণঘাতক এই ট্রাক্টর নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার আব্দুস সবুর মন্ডল।

বৃহস্পতিবার চাঁদপুর জেলা আইনশঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পথে ট্রাক্টরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ জানিয়ে আবুদস সবুর মন্ডল বলেন, ‘আজ থেকে বেপরোয়াগামী ট্রাক্টর সড়কপথে সম্পূর্ণভাবে চলাচল নিষিদ্ধ। কোনো মহাসড়কে আজ থেকে কোনো ট্রাক্টর চলাচল করতে পারবে না।’

এছাড়াও সড়ক পথে দুর্ঘটনা রোধে মহা-সড়কগুলোতে ইজি বাইক, অট্রোরিক্সা চলাচল করা যাবে না বলে জানান তিনি।

এ ব্যাপারে সভায় জেলা প্রশাসক আরো বলেন, ‘মহাসড়কে কোনোপ্রকার ইজিবাইক চলতে পারবে না। কারণ ইজি বাইকের কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে। এখন থেকে শুধুমাত্র শহরের অভ্যন্তরের মধ্যে ইজিবাইক চলাচল করতে পারবে।’

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি