চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ মানিক মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.ওয়ালী উল্লাহ অলির নেতৃত্বে এস আই অনুপ চক্রবর্তী সঙ্গীয়ফোর্স নিয়ে চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করেন।
আটককৃত মানিক মিয়া ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দূর্গাপুর গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। চাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর লঞ্চঘাটে বিআই ডাব্লিউ টির কেন্টিনের সামনে মানিক মিয়া প্যাকেটে মোড়ানো ৪ কেজি গাঁজা বহনের সময় গোপন সংবাদ পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার (২৫ অক্টোবর) পুলিশ বাদী হয়ে মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪২,তারিখ ২৫/১০/২০১৭। পরে তাকে চাঁদপুর আদালতে প্রেরন করেন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, অক্টোবর ২০১৭
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur