Home / চাঁদপুর / চাঁদপুর পুলিশ নারী কল্যাণ শিল্পীদের মেধা পুরস্কার বিতরণ
চাঁদপুর পুলিশ নারী কল্যাণ শিল্পীদের মেধা পুরস্কার বিতরণ

চাঁদপুর পুলিশ নারী কল্যাণ শিল্পীদের মেধা পুরস্কার বিতরণ

চাঁদপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর শিল্পীদের মাঝে মেধা পুরষ্কার বিতরণ ও পরিচিতি সভা বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শামছুন্নাহার। তিনি বলেন, কোমলমতি শিশুদেরকে আমাদের উৎসাহ প্রদান করতে হবে। প্রত্যেককে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃাতক চর্চা করতে হবে। আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা সাংস্কৃতিতেও অনেক দুর এগিয়েছি। যারা পুরষ্কার পেয়েছে তারা এ ধারাকে ধরে রাখতে হবে বলে তিনি জানান।

পুনাকের অধ্যক্ষা শিপ্রা মজুমদারের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মীনি ও জেলা পুনাকের সহ-সভাপতি ইসরাত জাহান,সদস্য রুনিয়া আক্তার ও মুক্তা আহমেদ।

আলোচনাসভা শেষে ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। পুনাকের অধ্যক্ষ শিপ্রা মজুমদার জানান, চাঁদপুরে পুনাক একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা পুনাকের মাধ্যমে শিক্ষামূলক ও দেশাত্ববোধক সাংস্কৃতিক চর্চায় বিশ্বাসী।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

।। আপডেট: ০২:৪৫ এএম, ১৩ নভেম্বর ২০১৫,শুক্রবার

ডিএইচ