Home / চাঁদপুর / চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরের নির্মাণ কাজের উদ্বোধন
চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২

চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরের নির্মাণ কাজের উদ্বোধন

চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর নব-নির্মিত সদর দপ্তরের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। ১১ জুলাই শনিবার বেলা ১১টায় চাঁদপুর সদরের কালিভাংতি এলাকায় ২.৮৭ শতক জমির উপর এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনও সদস্য জহিরুল ইসলাম।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের মান নিয়ে বিএনও সদস্যের ক্ষোভ প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক নাজমুল হক, কুমিল্লা অঞ্চলের সুপারেন্টেট আতাউর রহমান, কনসালটেন্ট টিম লিডার এমএ হালিম, চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মো. ইদ্রিস আলী, কনসালটেন্ট মো. সফিউল ইসলাম, সাইড ইঞ্জিনিয়র মো. তুষার, কনসালটেন্ট সফিকুল ইসলাম প্রমুখ।

কর্মকতারা জানান, ১৯ কোটি চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর নব-নির্মিত সদর দপ্তরে সব মিলিয়ে ৬টি ভবন থাকবে। এর মধ্যে মূল অফিস ভবন ১টি, আনসার বেরাক ১টি, রেস্ট হাউস ১টি, আবাসিক ভবন ২ টা, স্টোর সেট ১টি। এছাড়াও ওপেন সেট থাকবে ১টি। চলতি বছরে

১২ নভেম্বর কাজটি সম্পন্ন হবে। নব-নির্মিত এই সদর দপ্তরের নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান ‘দ্যা বিল্ডার্স’।

প্রতিবেদক:আশিক বিন রহিম,১২ জুলাই ২০২০