Home / চাঁদপুর / চাঁদপুর দেড় কোটি টাকার কারেন্ট জাল জব্দ
cost guard curent jal
ফাইল ছবি

চাঁদপুর দেড় কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে এর আনুমানিক মূল্য ধরা হয় ১ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার (২৭ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মাদ্রাসা ঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি বোট থেকে এ কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ডের একটি দল।

এদিকে অভিযানে টের পেয়ে জাল ও নৌকা ফেলে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

জব্দকৃত কারেন্ট জালগুলো বৃহস্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম এনায়েত উল্ল্যাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধ, মা ইলিশ এবং অভায়াশ্রমের সুরক্ষা, জাটকা আহরণ বন্ধের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Leave a Reply