চাঁদপুর

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রাম আদালত কমিটির ত্রৈমাসিক সভা

গ্রাম আদালত ব্যবস্থাপনা চাঁদপুর জেলা কমিটির ত্রৈমাসিক সভা মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিথিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসন।

সভায় বিভিন্ন গৃহিত সিদ্ধান্তসূমহ নিয়ে আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস।

সভার সিদ্ধান্তসমূহগুলো হচ্ছে : উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভার আয়োজন। গ্রাম আদালতে এজলাস স্থাপন করা। গ্রাম আদালতের নবিভিন্ন ফর্ম, রেজিস্টার ও রসিদ বহি বিতরণ এবং এর ব্যবহার। গ্রাম আদালত নিয়মিতভাবে বসার জন্য সপ্তাহে কমপক্ষে এক দিন নির্ধারন। গ্রাম আদালত সম্পর্কিত ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ। ইউএনওদের সরাসরি গ্রাম আদালত তদারকি ও প্রতবেদন প্রেরন। উপজেলা পর্যায়ে ইউপি চেয়ারম্যান ও সচিবদের গ্রাম আদালত সম্পর্কিত ত্রৈমাসিক ওরিয়েন্টেশন আয়োজন করা। উপজেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত প্রশিক্ষণ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার কার্যালয়ের ডি আই ও -২ মো. শামসুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দিন, জেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ব্লাস্ট ফেরদৌসি আক্তার, ফরিদগঞ্জ উপজেলার এসিল্যান্ড মোমেনা আক্তার, হাজীগঞ্জ উপজেলার এসিল্যান্ড শেখ ছাদেক, স্থানীয় সরকারের সহকারী পরিচালক নুশরাত শারমীন প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ এএম, ২৩ আগস্ট ২০১৭, বুধবার
ডিএইচ

Share