Home / চাঁদপুর / চাঁদপুর জেলায় ৩ বছরের উন্নয়ন পরিকল্পনা অগ্রগতি পর্যালোচনা সভা
চাঁদপুর জেলায় ৩ বছরের উন্নয়ন পরিকল্পনা অগ্রগতি পর্যালোচনা সভা

চাঁদপুর জেলায় ৩ বছরের উন্নয়ন পরিকল্পনা অগ্রগতি পর্যালোচনা সভা

চাঁদপুর জেলায় ৩ বছরের উন্নয়ন পরিকল্পনা অগ্রগতি পর্যালোচনা সভা সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান।

তিনি বক্তব্যে বলেন, পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এগিয়ে আসতে হবে। সকলে মিলে কাজ করলে নির্দিষ্ট সময় এ সকল পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। চাঁদপুরের এ উন্নয়ন পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গৃহীত হয়েছে। সেই লক্ষ্যে আমাদের এ অগ্রগতি পর্যালোচনা সভা।

এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ, জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল ইসলাম, বিআরডিবি উপ-পরিচারক এসএম. জয়নাল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খান মো. আব্দুল হাই, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. নাইউম, রাজস্ব শাখার উচ্চমান সহকারী আক্তারুজ্জামান, খামার ব্যবস্থাপক কচুয়া মনির হোসেন প্রমুখ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৮:৪৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর