চাঁদপুর শহরের কালিবাড়ি কোর্ট স্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পরিত্যাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
রেলওয়ে থানার এস আই খালেকুজ্জামান জানায়, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার বয়স ৮০ হবে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরো জানান, ‘বৃদ্ধার গায়ের রং কালো। তার গায়ে সাদা গোলাপি রংয়ের একটি ম্যাক্সি ছিল। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় লাশটি দাফন করা হবে।’
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur