Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল : ত্রাণ মন্ত্রী
Kamal .....

বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল : ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি বলেছেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে
বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের আন্তজার্তিক স্বীকৃতি পেয়েছে। দেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ইতোমধ্যে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আগামীতে কোনো দল ক্ষমতায় আসলে শুধু রাস্তা ঝাড়– দেয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে দেশ এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী বাঙালী জাতিকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। শিক্ষা ও যোগাযোগ খাত উন্নয়ন হলে একটি জাতি উন্নত হয়। তাই তিনি এ দু’ বিষয়ে নিজে তদারকি করে উন্নয়ন করছেন।’

বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর আলী ভিলা প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ১২ টি ব্রীজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ মন্ত্রী আরও বলেন, ‘আগামী ৫০ বছরের মধ্যে আর ব্রীজ-কালভার্টের দরকার হবে না। বর্তমানে যা হয়েছে তার সুবিধা আগামী তিন সিঁড়ির মানুষ ভোগ করবে। অন্য কোনো দল ক্ষমতায় এসে রাস্তা ঝাড়– দেয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। সকল উন্নয়ন কাজই আওয়ামী লীগ সরকার শেষ করবে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে উন্নয়ন।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের চাবিকাঠি। সেদিন চিন্তা করে সরকার শিক্ষা ও যোগাযোগ খাতে যেসব বিষয়ে উন্নয়ন করেছে তা’নজিরবিহীন। বর্তমানে শিক্ষার হার ৭০ ভাগ। আগামী পাঁচ বছরে তা হবে শতভাগ। শুধু আওয়ামী লীগ সরকারের উন্নয়নেই তা’সম্ভব। আর বিএনপি শুধু দুর্নীতির নায়ক।’

তিনি বলেন,‘বাংলাদেশ সকল এলাকাকে রেল এর নেটওয়ার্কে আনা হবে। এভাবে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে চলেছে। প্রধানমন্ত্রী শুধু দেশ ও জাতিকে নিয়েই চিন্তা করেন, উন্নয়নের চিন্তা করেন।’

মতলবের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মতলবের সকল রাস্তা পাকাকরণ হচ্ছে। এ পর্যন্ত প্রায় তিন শতাধিক ব্রীজ-কালভার্ট হয়েছে। মতলবে কোনো কাঠের পুল থাকবে না। আগামী বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়িত হবে মতলবের প্রতিটি ঘর। ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে তিন তলা ভবন হয়েছে। ঢাকার সাথে দ্রæত যোগাযোগ করতে কালীপুর-ভবেরচর সেতুর কাজ চলছে আগামী বছরের মধ্যে ভিত্তিপ্রস্থর উন্মোচন করা হবে। এ মতলব হবে মিনি সিঙ্গাপুর। আগামী পাঁচ বছর পর অন্য কোনো সরকার আর উন্নয়ন করার জায়গা খুঁজে পাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট চান এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।’

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিক, ছেঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোছাদ্দেক হোসেন মুরাদ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরকার মো.আলাউদ্দিন, ষাটনল ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো.ইলিয়াছ আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার, চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, মেয়র হাজী রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, যুবলীগ নেতা রাহুল চৌধুরী লুনা,যুবলীগ নেতা ইতালি প্রবাসী মো.আহম্মদ উল্যাহ,আ’লীগ নেতা কাজী মিজানুর রহমান,রূপান্তর কন্সট্রাকশন এন্ড হাউজিং লি. এর চেয়ারম্যান মানজুর আহমদ ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী,কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক তামজিদ সরকার রিয়াদ,প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান মামুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএ কুদ্দুস,ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সাবেক কমিশনার খোকন, বাবুল মেম্বার, পৌর আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মো.দিদার মোল্লা, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম বাবু,উপাজেলা ছাত্রলীগ নেতা অলিউল্লাহ,খোরশেদ আলম’সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক : খান মো.কামাল
আপডেট,বাংলাদেশ সময় ৮:২৫ পিএম, ২৯ মার্চ ২০১৮,বৃহস্পতিবার
এজি