চাঁদপুর কচুয়ায় বৃহস্পতিবার(০৫ অক্টোবর) রাতে কচুয়া পৌরসভাধীন সুবিদপুর বাইপাস এলাকায় দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মাসুদ হোসেন (২৫) ও কামরুল ইসলাম (২৬)। মাসুদের বাড়ী ধলী কচুয়া ও কামরুলের বাড়ি শাহারপাড় গ্রামে।
এসআই মো. শাহজাহান ২শ’গ্রাম গাজাসহ তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। গ্রেফতারকৃত দু’মাদক ব্যবসায়ী ওইদিন রাতে তারা মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের হাতে নাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
০৫ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur