চাঁদপুরে চলতি ২০১৭-’১৮ অর্থবছরের শুরুতই শিক্ষা প্রকৌশল বিভাগ ৭৭ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ৮ টি বড় ধরণের প্রকল্প বাস্তবায়ন চলছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী স্বপন কুমার সাহা বিষয়টি জানিয়েছেন।
চাঁদপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূুত্রে জানা গেছে, চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৮ টি প্রকল্প চলতি ২০১৭-’১৮ অর্থবছরের শুরুতই শিক্ষা প্রকৌশল বিভাগ গ্রহণ করেছে। এতে ৭৭ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে হবে । এ পর্যন্ত ৩৪ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই প্রকল্পগুলোতে ৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ৬৫ ভাগ কাজ ২০ ডিসেম্বর পর্যন্ত সম্পন্ন হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের ভৌত অবকাঠামো উন্নয়ন’শীর্ষক প্রকল্পের অধীন বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ৮ টি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ৫ কোটি ৩ লাখ ৪৭ হাজার টাকা। যার ৪৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নে নির্বাচিত বেসরকারি কলেজের উন্নয়নে নির্বাচিত কলেজ সমূহের দ্বিতল ২৪ টি প্রতিষ্ঠানের একাডেমি ভবন নির্মাণ বা ঊর্দ্ধমূখী সম্প্রসারণ কাজে ব্যয় হচ্ছে ২৯ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা । যার ৬৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে জেলা সদরে পোস্ট গ্রাজুয়েট কলেজ উন্নয়নে চাঁদপুর সরকারি কলেজের ১ টি ৫ তলা ভীত বিশিষ্ঠ ১ শ’শয্যার মহিলা হোস্টেল ভবন নির্মাণ ও ৪তলা ভীতের দ্বিতল প্রশাসনিক ভবনের কাজে ব্যয় হচ্ছে ৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা । যার ৭৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
সেকেন্ডারি এজুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর অধীন ফরিদগঞ্জের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ১ টি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ৭২ লাখ ৩২ হাজার টাকা । যার ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। রাজস্ব নির্মাণ খাতের নতুনভাবে ১২ টি বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ২৮ টি ভবন নির্মাণে ১৬ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকা ব্যয় হচ্ছে । যার ৪৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
‘ইসলামী উন্নয়ন ব্যাংক কর্তৃক মাদ্রাসা শিক্ষার পরিবেশ সৃষ্ঠি’ শীর্ষক প্রকল্পের অধীন চাঁদপুর সদরের মনিহার মাদ্রাসার ১ টি নতুন একাডেমিক ১ টি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ২১ লাখ ৬৭ হাজার টাকা । যার ৫৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সদর দপ্তর ও জেলা অফিস ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল বিভাগ শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধীন ১ টি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ২ কোটি ১৫ লাখ ৩ হাজার টাকা । যার ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
দেশের ১শ’ উপজেলায় ১ টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় জেলার হাজীগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১ টি একাডেমিক, প্রশাসনিক ভবন ও ওয়ার্কশপসহ এ প্রতিষ্ঠানের কাজের জন্যে ১৪ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা ব্যয় হচ্ছে । যার ১০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-প্রকৌশলী স্বপন কুমার সাহা বলেন,‘এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জেলার শিক্ষা ব্যবস্থায় একটি বৈপ্লিক পরিবর্তন সূচিত হবে। ভবনগুলো লেখাপড়ার মানন্নোয়নে যথেষ্ঠ সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, ‘কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা নতুন ও উন্নত পরিবেশে পড়াশুনার সুযোগ পাবে। প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ পাঠদানে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। সরকারের ‘রূপকল্প ২০২১’ ও ‘শিক্ষানীতি ২০১০’ বাস্তবায়নে ‘মানসম্মত শিক্ষার চ্যালেঞ্জ’ মোকাবেলায় ওই প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকবে।’
অপর এক প্রশ্নের জবাবে ওই প্রকৌশলী বলেন, ‘স্ব-স্ব এলাকার মাননীয় সংসদ সদস্যগণের ডিও লেটারের সাথে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের নামের প্রস্তাবটি আমাদের দপ্তরে আসা মাত্র সরেজমিন পরিদর্শন করার পর প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়। এরপর ঊর্ধ্বতন বিভাগে প্রকল্পটি প্রেরণ করার পর অনুমোদন প্রাপ্ত হলেই চাঁদপুরের শিক্ষা প্রকৌশল বিভাগ বাস্তবাযনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে থাকে।’
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম,২২ ডিসেম্বর ২০১৭,শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur