Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে ৭১ কেন্দ্রে ৩৫ হাজার ৯শ’পরীক্ষার্থী
public-exam
ফাইল ছবি

চাঁদপুরে ৭১ কেন্দ্রে ৩৫ হাজার ৯শ’পরীক্ষার্থী

সারা দেশের ন্যায় চাঁদপুরেও ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে । ২০২০ সালের এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।

চলতি ২০২০ শিক্ষাবর্ষে চাঁদপুরে এসএসসি ও সমমানের ৭১ টি কেন্দ্রে ৩৫ হাজার ৯ শ’১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরের ৮ উপজেলায় ৭১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৯ শ’ ১৪।

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ১ শ’ ৯৪ জন ও কেন্দ্র ৪৪ টি, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২ শ’৬৪ জন এবং কেন্দ্র ১৭ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৪ শ ৫৬ জন।

আগামি ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২০ সালের এসএসসি পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।

আবদুল গনি , ৩ ফেব্রুয়ারি ২০২০