Home / শিক্ষাঙ্গন / শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরে ১২৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন
EDUCATION DEPARTMENT

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরে ১২৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলার ৫টি নির্বাচনি এলাকায় ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১২৪ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে ২শ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ সমাপ্ত করেছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর-১ কচুয়া-আসনে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ হয়েছে। এর মধ্যে ৬টি কলেজ ভবন, ১৭টি স্কুল ভবন,৭টি মাদ্রাসা ভবন, ও ১টি পলিটেকনিক ইনিস্টটিউট ভবন নির্মাণ করেছে ১৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে।

মতলব উত্তর-দক্ষিণ ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠনের ভবন নির্মিত হয়েছে। ৮ টি কলেজ ভবন, ৩৩টি স্কুল ভবন, ৭টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন করছে ২৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে।

চাঁদপুর সদর হাইমচর-আসনে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে। ৮ টি কলেজ ভবন, ৩৩টি স্কুল ভবন, ১২টি মাদ্রাসা ভবন এবং ১টি অফিস ও ২ টি অন্যান্য ভবন নির্মাণ সম্পন্ন করছে ৪১ কোটি ৩৮ লক্ষ্য ৮১ হাজার টাকা ব্যয়ে।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ- আসনে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে। ৫ টি কলেজ ভবন, ২৩টি স্কুল ভবন, ৪টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন করছে ১৬ কোটি ৭২ লক্ষ্য ৪৫ হাজার টাকা ব্যয়ে।

চাঁদপুর-৫ হাজীগনঞ্জ-শাহারাস্তি আসনে ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে। ৫ টি কলেজ ভবন, ৩৫টি স্কুল ভবন, ১১টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন করছে ১৯ কোটি ৯৫ লক্ষ্য ৭ হাজার টাকা ব্যয়ে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-প্রকৌশলী স্বপন কুমার সাহা বলেন,‘এ প্রকল্পগুলো বাস্তবায়নেরর ফলে জেলার শিক্ষা ব্যবস্থায় একটি বৈপ্লিক পরিবর্তন সূচিত হচ্ছে । ভবনগুলো লেখাপড়ার মানন্নোয়নে যথেষ্ঠ সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন,‘কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা নতুন ও উন্নত পরিবেশে পড়াশুনার সুযোগ পাবে। প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ পাঠদানে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। সরকারের ‘রূপকল্প ২০২১’ ও ‘শিক্ষানীতি ২০১০’ বাস্তবায়নে ‘মানসম্মত শিক্ষার চ্যালেঞ্জ’ মোকাবেলায় ওই প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকবে। (বাসস)

em>বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৫:৩০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮,শনিবার
এজি