Home / চাঁদপুর / বসন্তের শুরুতেই চাঁদপুরে হঠাৎ​ ঝড়ো বৃষ্টি
Rain,-Bristi
ফাইল ছবি

বসন্তের শুরুতেই চাঁদপুরে হঠাৎ​ ঝড়ো বৃষ্টি

বসন্তের শুরুতেই হঠাৎ​ করেই বৃষ্টি নামে চাঁদপুর শহরে। বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোতে কেঁপে ওঠে শহরের আকাশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় বৃষ্টি।

প্রথম দফায় মুষলধারে প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টি হয়। পরে থেমে গিয়ে আবারো বৃষ্টি বাড়তে থাকে। শহরের আকাশ এই মেঘলা আবার দেখা যায় সূর্যের আলো। যেনো মনে হচ্ছে রোদ আর বৃষ্টির লকোচুরি খেলা।

শীতের শেষে বসন্তের শুরুতেই কেন এই ঝড়ো বৃষ্টি জানতে চাইলে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হয়েছে। এই লঘুচাপের ফলে মাঝে মাঝেই এমন হঠাৎ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বার্তা কক্ষ
১৭ ফেব্রুয়ারি,২০১৯