Home / চাঁদপুর / চাঁদপুরে সড়ক ও জনপথের ২৭৬ কোটি টাকায় ৪ টি প্রকল্প গ্রহণ
R0ad

চাঁদপুরে সড়ক ও জনপথের ২৭৬ কোটি টাকায় ৪ টি প্রকল্প গ্রহণ

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগ চলতি ২০১৮-১৯ অর্থবছরে ২৭৬ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকায় ১৫ টি কালভার্টসহ ১শ’৬৬ কি.মি.সড়ক সংস্কারে বড় রকমের ৪টি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন লাভ করেছে।

বুধবার (২৯ আগস্ট) চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে প্রকল্প বাস্তবায়নের অনুমোদন লাভের বিষয়ে চাঁদপুর টাইমস নিশ্চিত হয়েছে।

প্রাপ্ত সূত্রে মতে,গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ জেলা মহাসড়কের চেইনেজ হতে কুমিল্লা সড়ক বিভাগাধীন ১০ কি.মি.এবং চাঁদপুর সড়ক বিভাগাধীন ১৮ কি.মি. যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পে এ ২৮ কি.মি.সংস্কারে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৮ কোটি ২ লাখ টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরের ডিসেম্বর সম্পন্ন হবে। দোয়াভাঁঙ্গা-শাহরাস্তি-পানিওয়ালা-রামগঞ্জ মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পে চাঁদপুর অংশে সাড়ে ১৫ কি.মি.সংস্কারে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৭৬ লাখ টাকা ৭ হাজার টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরের ডিসেম্বর সম্পন্ন হবে।

জেলা মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পে চাঁদপুর অংশে ৩ টি উপ-প্রকল্পের অধীন ৫০ কি.মি.সড়কের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯ লাখ টাকা ২৭ হাজার টাকা। এ গুলো হলো : চাটখিল-চিতোষী-শাহরাস্তি সড়ক,মতলব-মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ সড়ক ও মুদাফপরগঞ্জ-চিতোষী-রামগঞ্জ সড়ক ।

গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পে ২ টি উপ-প্রকল্পের অধীন ১৫ টি কালভার্টসহ ৭৩ কি.মি.সড়কের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪৭ কোটি ৭৯ লাখ টাকা ৮ হাজার টাকা। এ গুলো হলো : কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক ও মোস্তফাপুর-মাদারীপুর-শরিয়তপুর-ইব্রাহিমপুর-হাইমচর-চাঁদপুর সড়ক-ওয়ারল্যাচ বাজার রোড-সংযোগ ইলিশ চত্ত্বর সড়ক সংস্কার ।

চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী ইকবাল চাঁদপুর টাইমসকে এক প্রশ্নের জবাবে বলেন ,‘প্রকল্পগুলো বাস্তবায়নে ডিপিপি অনুমোদন লাভ করেছে । দু’একটা ব্যতীত বাকীগুলো টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রতিবেদক:আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৭:১০ পিএম, ৩০ আগস্ট ২০১৮,বৃহস্পতিবার
এজি

Leave a Reply