Home / চাঁদপুর / চাঁদপুরে ক্রেতার সাথে অশোভন আচরণের দায়ে জরিমানা
Jorimana
প্রতীকী ছবি

চাঁদপুরে ক্রেতার সাথে অশোভন আচরণের দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে ক্রেতার সাথে অশোভন আচরণ, চলাচলের রাস্তা বন্ধ করে পণ্য বিক্রয়, নোংরা পরিবেশে খাবার বিক্রয় ও লাইসেন্স না থাকায় ৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে ৭ হজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে শহরের কালিবাড়ি ও পালবাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামনি।

জনা যায়, শহরের কালিবাড়ি টাউন হল মার্কেটের রাজধানী মেডিকেল হল কে ১ হাজার টাকা, চলাচলের রাস্তা বন্ধ করে নোংরা পরিবেশে খাবার বিক্রয় করায় পালবাজার ঘোষের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা ও ডিলিং লাইসেন্স না থাকায় নূর ম্যানশনের একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামনি জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক