‘সত্য প্রকাশে আপসহীন’এই শ্লোগনকে ধারণ করে কুমিল্লা ও চাঁদপুরে সময়ের আলোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। ২ মার্চ সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও প্রেসক্লাব মিলনায়তনে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটেন জেলার সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সময়ের আলো’র এক বছরের সফলতার অগ্রযাত্রা তুলে ধরে বক্তব্য রাখেন সময়ের আলোর চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম।
চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ।
এদিকে কেককাটা, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে দৈনক সময়ের আলো পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ওমর ফারুক, ভিক্টোরিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া।
এ সময় কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভসূচনা করেন অতিথিবৃন্দ। পরে প্রেসক্লাব চত্ত্বরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দৈনক সময়ের আলোর কুমিল্লা ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম ইমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ফখরুল হুদা হেলাল, প্রবীন সাংবাদিক খায়রুল আহসান মানিক, সাংবাদিক দীলিপ মজুমদার, সাংবাদিক ওমর ফারুকী তাপস, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম মজুমদার, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক আবু মুছা, সাংবাদিক হালিম সৈকত, সংগঠক আজাদ সরকার লিটন প্রমূখ।
এছাড়াও সাংবাদিক সাদিক মামুন, জালাল উদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ জিতু, দেলোয়ার হোসাইন আকাইদ, আবদুর রহমান, আহসান হাবিব, খন্দকার দেলোয়ার হোসেন, আজগর হোসেন শাহিন, জহির মারুফ, সুমন কবির, গ্রফ্ফার আহমেদ, ম্যাক রানা, রফিকুল ইসলাম এবং দৈনক সময়ের আলোর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফরহাদ হোসাইনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট কবি ফখরুল হুদা হেলাল এর সদ্য প্রকাশিত কাব্য সমগ্র অতিথিবৃন্দকে উপহার দেন।
চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংবাদিক ও সমাজসেবক মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও আমাদের সময়ের চাঁদপুর প্রতিনিধি এম এ লতিফ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, পালবাজার কাঁচামাল আড়তদার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. ফারুক মৃর্ধা, বাসসের চাঁদপুর প্রতিনিধি আব্দুস সালাম আজাদ জুয়েল, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি বিল্পব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম শাহিন, এনটিভির জেলা প্রতিনিধি হাবিব খান, বিশিস্ট ব্যবসায়ী ইমদাদ হোসেন, শিক্ষিকা মিলি মোহনা আফরিন, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, চাঁদপুর জমিনের বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সময়ের আলো হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, চাঁদপুর দিগন্তের বিশেষ প্রতিনিধি জামাল হোসেন আখন্দ, সাংবাদিক কে এম সালাউদ্দিন, চাঁদপুর প্রবাহের সাব এডিটর শাওন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার গাজী মো. মহসিন প্রমুখ।
করেসপন্ডেন্ট, ২ মার্চ ২০২০