Home / চাঁদপুর / নানা আয়োজনে চাঁদপুরে সপ্তাহব্যাপি ইলিশ উৎসব উদ্বোধন
নানা আয়োজনে চাঁদপুরে সপ্তাহব্যাপি ইলিশ উৎসব উদ্বোধন

নানা আয়োজনে চাঁদপুরে সপ্তাহব্যাপি ইলিশ উৎসব উদ্বোধন

‘জেগে উঠো মাটির টানে’ এ শ্লোগানে চতুরঙ্গের আয়োজন ৮ম বারের মতো প্রাণ ফ্রুটিকস ইলিশ উৎসব ২০১৬-এর উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে সপ্তাহব্যাপী এই ইলিশ উৎসব উপলক্ষে র‌্যালি বের করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

র‌্যালিতে চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, সদস্য সচিব বি এম হান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মুক্তিফৌজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ, জেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, জেলা কান্ট্রি ফিশিং বোর্ডের সাধারণ সম্পাদক শাহআলম মল্লিক, মৎসজীবী নেতা তছলিম বেপারীসহ চাঁদপুরের সুধী সমাজ অংশ নেন।

পরে শিল্পকলা একাডেমি মঞ্চে শিশু-কিশোরদের দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বির্তকের বিষয়বস্তু ছিলো ‘আইন প্রয়োগ নয়, ব্যাপক জনসচেতনতাই মা ইলিশ রক্ষা করতে পারে।’

বিতর্কে অংশ নেয় মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় বনাম বাবুর হাট স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা)। এতে সভাপ্রধানের দায়িত্বে ছিলেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও মডারেটরের দায়িত্ব পালন করেন চাঁদপুর কণ্ঠের বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উদয়ন সংগীত বিদ্যালয়ের লোকজ গানের আসর অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ইলিশ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেঃ মো. আতোয়ার আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান।

এসময় রাজনীতিদি ও চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপুকে সংবর্ধনা প্রদান করা হয়।

ইলিশ উৎসবে অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সদস্যদের ও মৎস্যজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ও প্রাণ-আরাএফএল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষে রাত সাড়ে ৮ টায় নৃত্যাঙ্গন চাঁদপুরের নৃত্যানুষ্ঠান।

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

নানা আয়োজনে চাঁদপুরে সপ্তাহব্যাপি ইলিশ উৎসব উদ্বোধন

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply