Home / চাঁদপুর / চাঁদপুরে সড়ক ও জনপথের ৫টি প্রকল্প প্রস্তাব পেশ
R-&-H-WAY-...
প্রতীকী ছবি

চাঁদপুরে সড়ক ও জনপথের ৫টি প্রকল্প প্রস্তাব পেশ

হাজীগঞ্জ-চাঁদপুর-মতলব-কচুয়ায় সড়ক ও জনপথ বিভাগ চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৮৪ কি.মি.সড়ক সংস্কারে জেলা মহাসড়ক উন্নয়ন, যথাযথ মান বান্তবায়ন ও প্রশ^স্থকরণে বড় রকমের ৫টি প্রকল্প বাস্তবায়নের জন্যে প্রস্তাব পেশ করেছে। জেলা মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পে চাঁদপুর ও হাজীগঞ্জ অংশ রয়েছে।

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে প্রকল্পগুলো বাস্তবায়নে ঊর্ধতন কর্তপক্ষের বরাবরে প্রস্তাব দিয়েছে বরে জানান।

প্রাপ্ত সূত্রে মতে, হাজীগঞ্জের বাকিলা-টেকেরহাট-জনতা বাজার-নারায়ণপুর-মতলব দক্ষিণ সড়কের উন্নয়ন ও প্রশ^স্থকরণে ১৬ কি.মি সড়ক,হাজীগঞ্জ-কচুয়ার গোলবাহার-কাসিমপুর-মতলব দক্ষিণ সড়কের ২২ কি.মি,কচুয়ার মুজ্জাফরগঞ্জ-শাহরাস্তির চিতোষী বাজার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ সড়কের ১৩ কি.মি,চাঁদপুর সদরের নানুপুর-চান্দ্রা বাজার-কামতা-হাজীগঞ্জের রামগঞ্জ সড়কের ২২ কি.মি.ও নানুপুর-দোকানঘর-হরিণা সড়কেরপ্রশ^স্থ করণে এ প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানা যায়।

চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের এক কমৃকর্তা বলেন,‘ প্রকল্পগুলো বাস্তবায়নে ডিপিপি অনুমোদন লাভ করলে টেন্ডার কল করা হবে। তবে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয়-বরাদ্দ সম্পর্কে কিছ’বলেন নি।

আবদুল গনি
১২ সেপ্টেম্বর ২০২৩