শহীদ রাজুর সমাধিতে ৯০ এর স্বৈরাচারবিরোধী ও গণঅভ্যুথানের অন্যতম নেতা শহীদ জিয়াউর রহমান রাজুর কবর জেয়ারত ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
১৬ ফেব্রুয়ারি রোববার সকালে নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চাঁদপুর সরকারি কলেজ চত্বরে শহীদ রাজুর কবর জেয়ারত শেষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তারা শহীদ রাজুসহ সকল আন্দোলন সংগ্রমে শহীদ ছাত্রলীগ নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় শহীদ রাজুর ভাই জেলা ছাত্রীলীগের সাবেক যু্গ্ম সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী সহ জেলা ছাত্রলীগ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ ও পৌর এবং সদর থানা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ১৬ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur