Home / চাঁদপুর / চাঁদপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
চাঁদপুরে মাস্ক না পরায়

চাঁদপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে

রাস্তায় চলাচলরত অবস্থায় মাস্ক না থাকায় কিছু লোক থেকে ২৪৫০ টাকা জরিমানার অর্থ আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে বড় স্টেশন মোলহেডের রক্তধারা চত্বরে সেনা সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় সেনাবাহিনীর মেজর তুহিনের নেতৃত্বে সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক ঘোষণায় বলা হয়েছে, মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে।

করেসপন্ডেট,১২ সেপেটম্বর ২০২০