Home / চাঁদপুর / চাঁদপুরে মাধ্যমিক স্তরে চাহিদার ৯৪ % বই বিতরণ সম্পন্ন
Book-bitoron
ফাইল ছবি

চাঁদপুরে মাধ্যমিক স্তরে চাহিদার ৯৪ % বই বিতরণ সম্পন্ন

চাঁদপুরের ৮ উপজেলায় সব মাধকমক স্কুল,মাদ্রাসা ও এবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষে ৪২ লাখ ৭৯ হাজার ১ শ’ ৯ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে শিক্ষা অধিদপ্তরে । এতে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৬ ম’৯৯ জন । ইতোমধ্যেই ওই সব বইয়ের ৯৪ % জেলায় এসে পৌঁছেছে এবং বিতরণ হয়েছে ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস,চাঁদপুর ৪ ডিসেম্বর চাঁদপুর টাইমসকে জানিয়েছে ।

প্রাপ্ত তথ্য মতে, জেলার ২ শ’৯৫ টি মাধ্যমিক স্কুলের জন্যে ২ লাখ ২শ’৪৩ জন শিক্ষার্থীর জন্য ২৯ লাখ ১১ হাজার ৬ শ’ ৩৫ কপি , দাখিল ১শ’ ৯৫ মাদ্রসার ৬২ হাজার ৩ শ’৩১ জন ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ১৯৯ কপি ,

মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ৭ হাজার ৪ শ’ ৯১ কপি,কারিগরী ২ হাজার ৬শ ৭৫ জনের জন্য ৪৯ হাজার ১ শ’ ৩০ কপি এবং
এবতেদায়ি ৫৫ হাজার ৯ শ’২৯ শিক্ষার্থীর জন্যে ৪ লাখ ৪ হাজার ৬৫৪ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে । এসব বইয়ের ৯৪ ভাগ এ পর্যন্ত বিতরণ হয়েছে।

আগামি ১ জানুয়ারি সরকারিভাবে ঘোষিত বই উৎসব উপলক্ষে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে।

এর আগেই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পূর্বে প্রদানকৃত বরাদ্দের চাহিদাপত্র অনুযায়ী সব ক্লাশের পাঠ্যপুস্তুক স্ব উদ্যেগেই নিজ নিজ প্রতিষ্ঠানেই আসা মাত্রই প্রযোজনীয় চাহিদা মত বই প্রেরণ করা হচ্ছে ।

চাঁদপুরে প্রাথমিকে পৌঁছেছে বরাদ্দকৃত ১৪ লাখ ৭৬ হাজার বই

চাঁদপুরে ২০২০ শিক্ষাবর্ষে ১৪ লাখ ৭৬ হাজার ২শ’ ৩৭ কপি বই বরাদ্দ চাওয়া হয়েছে যা ৮০% চাঁদপুর জেলার স্ব স্ব উপজেলার সংরক্ষিত গুদামে বা বই সংরক্ষণাগারে এসে পৌঁছেছে। এবং বিতরণ অব্যাহত রয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলার ১ হাজার ১শ’ ১১টি সরকারি প্রাথমিক ও ৫শ’৪৫টি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানের ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ওই বই বরাদ্দ চাওয়া হয়েছে। এতে জেলায় বার্ষিক প্রতি উপজেলায় স্ব স্ব ক্যাচম্যান এলাকার সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক জরিপের ভিত্তিতে সম্ভাব্য শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৩ শ’ ৬৯ জন।

বরাদ্দ চাওয়া বইয়ের চাহিদা মতে প্রথম শ্রেণির ১ লাখ ৯৪ হাজার ৭ শ’ ৮৭ কপি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ৯২ হাজার ১শ’ ৯২ কপি, তৃতীয় শ্রেণির ৩ লাখ ৭৩ হাজার ৩ শ’ ৮০ কপি, চতূর্থ শ্রেণির ৩ লাখ ৬৭ হাজার ৭ শ’ ৪৬ কপি এবং পঞ্চম শ্রেণির ৩ লাখ ৪৮ হাজার ১শ’ ৮২ কপি বই।

আবদুল গনি , ৪ ডিসেম্বর ২০১৯