Home / চাঁদপুর / চাঁদপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু
চাঁদপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু

চাঁদপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু

চাঁদপুর জেলা শহরের গণি আদর্শ উচচ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপি ‘কৃতি ভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ২০১৮’ আওতায় বুধবার (১৮ ডিসেম্বর ) প্রশিক্ষণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনবেস্টমেন্ট প্রোগ্রামের অধীনে পরিচালনা এবং ব্যবস্থাপনা করছে জেলা শিক্ষা অফিস চাঁদপুর।

চাঁদপুর জেলার ৮ উপজেলার ১’শ ৮০ জন শিক্ষক -শিক্ষিকা অংশগ্রহণ করছেন। আগামি ২০ ডিসেম্বর বেলা ৪ টায় প্রশিক্ষণটি শেষ হবে । চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী পরিদর্শক,গবেষণা কর্মকর্তা ও একাডেমিক কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রশিক্ষণ গ্রহণের পর শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে প্রশিক্ষণের কৌশল ব্যবহার করে শিক্ষার মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী কোর্সের একজন শিক্ষা কর্মকর্তা জানান। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের পর পরবর্তী ব্যাচটি শুরু হবে বলে ঐ গবেষণা কর্মকর্তা জানান।

প্রতিবেদক : আবদুল গনি
১৯ ডিসেম্বর ,২০১৮   বুধবার

Leave a Reply