Home / চাঁদপুর / চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সেমিনার সম্পন্ন
conjumers

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সেমিনার সম্পন্ন

চাঁদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ,অধিকতর প্রচার মাধ্যম জনসচতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেন,‘চাঁদপুরের প্রতিটি ঘরে ঘরে ভোক্তা রয়েছে। তাদের অধিকার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। ভোক্তা অধিকার সুরক্ষা করার জন্যে সকলের নজর রাখতে হবে। সরকার দেশের উন্নয়নের জন্যে সার্বক্ষণিক কাজ করছে। ভোক্তারা যাতে প্রতারিত না হয়,সে জন্যে প্রতিটি পণ্যে মেয়াদ, দাম, উৎপাদনসহ বিভিন্ন নিয়ম কানুনগুলো দেখে ক্রয় করতে হবে। ভোক্তার অধিকার রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে।’

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের সভাপতিত্বে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আসাদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর আঞ্চলিক পাসর্পোট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো.ইব্রাহিম,বিসিকের সহকারী মহাব্যবস্থাপক শাহ আলম,বিটিসিএল’র সহকারী প্রকৌশলী আতাউর রহমান,জেলা ভারপ্রাপ্ত মার্কেটিং কর্মকর্তা এনএম রেজাউল ইসলাম,সহকারী তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন,
চাঁদপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী,জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুভাষ চন্দ্র, দোকান মালিক সমিতির সভাপতি মো.মোস্তাক হায়দার চৌধুরী , জেলা রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আ:আজিজ দেওয়ান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক :আনোয়ারুল হ্ক
আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম,৩০ অক্টোবর ২০১৭,সোমবার
এজি

Leave a Reply