চাঁদপুরে ব্যাংক এশিয়া শাখার উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি )বেলা সাড়ে ১১টায় শহরের পালবাজার এলাকার এ্যাপোলো পাল বাজার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে শুভ-উদ্বোধন করেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ব্যাংক এশিয়া চাঁদপুর শাখার ম্যানেজার আব্দুস সবুর খান, সাব-ম্যানেজার আব্দুর রব পারভেজ, অফিসার কাজী নাজমুল আলম, বিকাশ চন্দ্র দাস, হাজীগঞ্জ শাখার ম্যানেজার সঞ্জয় দাস, ফরিদগঞ্জ শাখার ম্যানেজার আবু সালেহ ভূঁইয়া, সোনাইমুড়ি শাখার ম্যানেজার পলাশ চন্দ্র সাহা, চাটখিল শাখার ম্যানেজার মিজানুর রহমান, রামগঞ্জ শাখার ম্যানেজার আজম খান, নাঙ্গলকোর্ট শাখার ম্যানেজার সফিকুর রহমান, রূপসা শাখার ম্যানেজার ইকবাল হোসাইন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এম এ হাসান লিটনসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ০০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur