Home / চাঁদপুর / চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ওপর মোবাইল কোর্ট
চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ওপর মোবাইল কোর্ট

চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ওপর মোবাইল কোর্ট

চাঁদপুর শহরে বিভিন্ন যানবাহনের উপর বুধবার (১৪ জুন) বিকেলে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রয়, ট্রেড লাইসেন্স না থাকায় নীপা ফামের্সীকে ৫ হাজার টাকা এ আনন্দ পরিবহন, পিকআপ ভ্যান, সিএনজি ও মোটর সাইকেলের লাইসেন্স, রোডপারমিটসহ নানা কারনে ৬টি যানবাহন থেকে মোট ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা করে আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা ও মারুফা সুলতানা খান হীরা মনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা ও মারুফা সুলতানা খান হীরা মনি চাঁদপুর টাইমসকে জানায়, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে বিআরটিএ মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের জহিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ০০ পিএম, ১৫ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply