Home / চাঁদপুর / চাঁদপুরে বিএনপি-জামায়াত অরাজকতা করলে প্রতিহত করবো : মেয়র নাছির
মেয়র নাছির
চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

চাঁদপুরে বিএনপি-জামায়াত অরাজকতা করলে প্রতিহত করবো : মেয়র নাছির

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, ‘ বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে বিএনপি-জামাত নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদেরকে কঠোর হাতে প্রতিহত করতে হবে। চাঁদপুরে যদি বিএনপি জামায়াত কোনো অরাজকতার চেষ্টা করেন তবে আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল অপশক্তিকে প্রতিহত করবো।’

শুক্রবার (৫ জনুয়ারি) শহরের টাউন হল মার্কেটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ‘গণতন্ত্র রক্ষা দিবসে’ চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা হচ্ছে আমাদের প্রেরণা ও আমাদের ঐক্যের প্রতিক। আজতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শাসন করবো। জয় বাংলা প্রতিষ্ঠায় কাজ করবো। তাই আমাদের মতের বিরোধ থাকতে পারে কিন্তু দেশ ও দলের প্রয়োজনে সবাই অভিন্ন হয়ে রাজপথে থাকবো। আগামী দিনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যব্ধ হয়ে কাজ করবো।’

জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাড. রণজিত রায় চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন, সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, নুরুল ইসলাম নাজিম দেওয়ান, আলী আরশাদ মিয়াজী, বেলায়েত হোসেন বিল্লাল, ড. হাসান খান, অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, পৌর যুবলীগের আহŸায়ক আব্দুল মালেক শেখ, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়েল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ