উৎসবমূখর ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি সুলতান মাহমুদ সাধারন সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আখন্দ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সু-শৃঙ্খলভাবে এ নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩জন ভোটার গোপন ব্যলটের মাধ্যমে তাদের মূল্যবান ভোট প্রদান করেন। তবে একজন মাত্র ভোটার ব্যাক্তিগত কাজে জেলার বাহিরে থাকায় ভোট দিতে পারেননি।
নির্বাচনে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সুলতান আহমেদ, ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস রোকন আখন্দ, ৪২ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান নিপু ও ৫৪ ভোট পেয়ে সালামত উল্যাহ খান শাহীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৫০ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহীম খান।
নির্বাচনের পূর্বে কোষাধ্যক্ষ পদে অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় একমাত্র প্রার্থী মহিউদ্দিন সোহেল নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. মফিজুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে প্রবাহ চন্দ্র ঘোষ এবং সদস্য হিসেবে ছিলেন গৌতম চন্দ্র, মশিউর রহমান, আব্দুর রহমান, বিল্লাল হোসেন, মনসুর আহমেদ ও নাছির হোসেন।
নির্বাচন কালীন সময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান, মহাসচিব মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল-মমিন। সকালে নির্বাচন পরিদর্শনে আসেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাসহ সুধীবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur