Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীর জন্যে ১৪ লাখ বই বরাদ্দ
book fair

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীর জন্যে ১৪ লাখ বই বরাদ্দ

চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আগামি ২০২০ শিক্ষাবর্ষে ১৪ লাখ ১১ হাজার ৩শ ৬৮ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং এরইমধ্যে জেলার বিভিন্ন উপজেলার সকল শিক্ষার্থীর জন্যে ঔ সংখ্যক বই বরাদ্দ দিয়েছে গণ ও প্রাথমিক শিক্ষা বিভাগ । প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানের জন্যে এ চাহিদা প্রেরণ করা হয়েছে ।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ২৭ আগস্ট বৃহস্পতিবার এ তথ্য জাানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শাহবুদ্দিন বলেন,‘নভেম্বরের মধ্যে সকল চাহিদাকৃত বই চাঁদপুরে এসে পৌঁছবে এবং ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছানো হবে।’

তিনি আরো বলেন ,বিভাগীয় নির্দেশনা আসলে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। সে যে ভাবে নির্দেশ আসে ঔ ভাবেই পরীক্ষা নেয়া হবে।

প্রসঙ্গত , চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ৯ শ ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ১শ ১২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১ শ’৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চাঁদপুরে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ৬ শ ১০ এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ হাজার ।

সরকারি আদেশ পাওযা গেলে ২০২০ সালের ১ জানুয়ারি সারাদেশের ন্যায় চাঁদপুরেও বই উৎসব পালন করা হবে।

আবদুল গনি , ২৭ আগস্ট ২০২০