Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৩ হাজার বেল
চাঁদপুরে পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৩ হাজার বেল
ছবি তুলেছেন- কবির হোসেন মিজি

চাঁদপুরে পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৩ হাজার বেল

চলতি ২০১৮-২০১৯ বছর চাঁদপুরের ৮ উপজেলায় পাট চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুরের দেয়া তথ্য মতে, চলতি মৌসুমে দেশি,তোষা,মেষতা ও কেনাফ জাতীয় পাট চাষের লক্ষ্যমাত্রা হলো- ৪ হাজার ৪৭ হেক্টর ও উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে- ৪২ হাজার ৯ শ’ ৩০ বেল । একর প্রতি উৎপাদন ১০ দশমিক ৬০ বেল ।(৫ মণ = ১ বেল)

সরকার এ বছর সকল পণ্যে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করায় দেশের সব জুট মিলে ও অন্যান্য প্রতিষ্ঠানে কাঁচা পাট ও পাটের পণ্যের চাহিদা বেড়েছে। কৃষকগণও পাট চাষে আগ্রহী হয়েছে। উৎপন্ন পাটের দামও এবার ভালো পেয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুরের এক কৃষিবিদ চাঁদপুর টাইমসকে জানান, চাষিগণ এখনও পাট সম্পূর্ণ ঘরে তোলে নি। তাই বর্তমান উৎপাদন
লক্ষ্যমাত্রা জানা যায় নি। তবে এবার পাট উৎপাদনের অনুকূল আবহাওয়া বিদ্যমান থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রঅ ছাড়িয়ে যেথে পারে।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট ২:০৫ পিএম,২৮ আগস্ট ২০১৮, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply